স্টাফ রিপোর্টার: টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামের সন্তান সরকারের সাবেক সচিব ড.এ.এফ.এম. মতিউর রহমান তার নতুন আত্মজীবনী কেন্দ্রিক বই ” আমার যাপিত জীবন ও প্রশাসন”গ্রন্থের বাংলা একাডেমি চত্বরে একুশে বই মেলায় মোড়ক উন্মোচন হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টায় প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, সাবেক যুব ক্রিড়া সচিব মেসবাহউদ্দিন, সাবেক শিল্প সচিব মাসুদ সিদ্দিকী, সাবেক প্রানী সম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, অতিরিক্ত সচিব যুব ও ক্রিড়া মোস্তফা কামাল মজুমদার, ডা: তসলিমুল হক, প্রকৌশলী এ.এফ.এম ফাহমিদুর রহমান ও পরিবারের সদস্যরা। তিনি তার বইয়ে সোনারং গ্রাম থেকে বেড়ে ওঠা, মুক্তিযুদ্ধের গল্প, সরকারের বিভিন্ন সময়ের কাজের অভিজ্ঞতা, জীবনের হাসি কান্না বেদনা তুলে ধরেন। সকলে তার বইয়ের মুক্ত চিন্তা ও সাবলিল লেখনির প্রশংসা করেন এবং তার বইয়ের ও সাহিত্য রচনার জন্য মঙ্গল কামনা করেন।
Leave a Reply