নিজস্ব প্রতিনিধি :পদযাত্রার নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে ও রাজপথে প্রতিরোধের অঙ্গীকার করে মুন্সিগঞ্জে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের সুপার মার্কেট চত্বরে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন রুমি রাজনের নেতৃত্ব বিএনপি-জামায়াতের অপরাজনীতির প্রতিবাদে শহরের পুরাতন কাচারি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুমার মার্কেট চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে আমরা মুক্তিযুদ্ধার সন্তান কমান্ডের জেলা সভাপতি ও জেলা যুবলীগ সদস্য জালাল উদ্দিন রুমি রাজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আক্তারুজ্জামান রাজীব, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাদল রহমান, শহর যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম এলান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মন্ডর, যুবলীগ নেতা আব্দুল আল মামুন ও শাকিল মাদবর প্রমুখ।
Leave a Reply