স্টাফ রিপোর্টার : ষাটের দশক ও সত্তর দশকের প্রথমার্ধে বাংলাদেশের রেডিও এবং টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী নাজমুন নাহারের প্রথম মৃত্যু্বার্ষিকী আজ শনিবার।তিনি যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে ২০২২ সালের ৪ মার্চ ইন্তেকাল করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেন এবং পরবর্তীকালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন । দেশে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ে সহকারী পরিকল্পনা প্রধান ছিলেন। মৃত্যুকালে তিনি একপুত্র, এক কন্যা এবং তিন নাতি-নাতনী রেখে গেছেন। তিনি বাংলাদেশের প্রখ্যাত স্থপতি ডঃ মুহম্মদ আনেয়ারুল ইসলামের সহধর্মিনী ছিলেন।
Leave a Reply