আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল নিহত

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন (২৮) নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা তার বন্ধু ওমর ফারুক (৩০) এবং এলাকার বড় ভাই সোহেল (৩৮)। সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রুবেলকে মৃত ঘোষণা করেন। রুবেল পঞ্চসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিমের ছেলে। ছাত্র রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করতেন রুবেল।

তার চাচাতো ভাই মো. অপু জানান, বিকেলে খাবার খেতে নিজের মোটরসাইকেলে বন্ধুসহ দুইজনকে নিয়ে পাশের এলাকা নারায়ণগঞ্জের সদরে যাচ্ছিলেন। তখন সদরের কাঠপট্টি এলাকায় একটি সিএনজি অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ছিটকে পড়েন তারা। খবর পেয়ে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সোহেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও রুবেল ও ওমর ফারুককে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর রুবেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

দুই ভাই, দুই বোনের মধ্যে সবার বড় ছিল রুবেল। রিপোর্টটি লেখা পর্যন্ত রুবেলের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ওমর ফারুক। তার অবস্থাও গুরুতর বলে জানিয়েছে পরিবার। তার মৃত্যুতে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, দেওয়ান আইস এন্ড কোল্ড স্টোরেজের পরিচালক আরশ দেওয়ান, কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাস, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মেদ পাভেল শোক প্রকাশ করেছেন।#

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :