আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

মুন্সীগঞ্জে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের সভা

মোঃ সাগর হোসেনঃ

মুন্সীগঞ্জে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় ও নৈতিকতা কমিটির অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আব্দুল আজিজের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরিন, উপ-সচিব মোঃ তারিকুল ইসলাম, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোখলেছুর রহমান, ঢাকা বিএডিসির প্রকল্প পরিচালক মোঃ আবির হোসেন, মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কুমার কল্যাণ সরকার, জেলা ট্রেইনিং অফিসার এ বি এম ওয়াহিদুর রহমান, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষকলীগের সভাপতি মহোসীন মাখন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মতিউল ইসলাম হিরু, বর্তমান সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের মুন্সীগঞ্জ জেলার সভাপতি আহসান উল্লাহ দিদার সহ কৃষক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষিবিদ মোঃ হুমায়ূন কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :