স্টাফ রিপোর্টার: মিরকাদিমের রিকাবি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫৭ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ক্রীড়া উৎসব ও শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ করা হয়েছে । রিকাবি বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বেলা ১২ টায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অভি আহাম্মেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মোঃ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, আ.লীগ নেতা সামসুল কবির মাস্টার, রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ, মিরকাদিম পৌর আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল বাতেন সেনটু, সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মণ্ডল সঞ্চালনায় ছিলেন প্রাক্তন ছাত্র মাসুদ ফকরি খোকন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বলেন, একজন ছাত্র-ছাত্রীর মানসিক ও দৈহিক বিকাশে প্রয়োজন লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়া। একটা কথা মনে রাখতে হবে স্বাস্থ্যেই সকল সুখের মুল। তিনি বলেন, একজন খেলোয়াড় বিশ্বে নিজের দেশকে পরিচিত করে তুলতে পারে, দেশের জন্যে সম্মান বহে আনতে পারে তার জলন্ত প্রমান আর্জেন্টিনার মেসি, ইতিপূর্বে আমরা দেখেছি পেলে- ম্যারাদোনারা যেমন নিজ নিজ দেশকে সম্মান এনে দিয়েছেন তেমনি ব্রাজিলের নেইমার, মিশরের আবু সালাহরা দেশের জন্যে সম্মান বহে আনছেন। তেমনি ভাবে এ ড্রেস বিতরণ উদ্যোগকে স্বাগত জানাই।
Leave a Reply