আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

সুখবাসপুর স্কুলে ক্রীড়া উৎসব

স্টাফ রিপোর্টার: রামপালের ১নং সুখবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ হয়েছে। শনিবার সকাল ১০ টায়  স্কুল প্রাঙ্গণরে এ পুরস্কার  বিতরণে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম।

এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আমিনুল ইসলাম বকাউলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বিশিষ্ট সমাজ সেবক মো: হারুন অর রশিদ, প্রধান শিক্ষক শিউলি বেগম, সমাজ সেবক মো: সুমন হাওলাদার,  মো: আজিম হোসেন, মো. মনির হোসেন, মো. মোক্তার হোসেন লিটন, ,সিনিয়র সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন,  লেখক ও সাংবাদিক মাহবুব আলম জয় সহ অন্যরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  মো. মনিরুজ্জামান লিটন।  আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগড়িতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন,  আজকের শিশুরা আগামির আলোকবর্তিকা। তাই এ শিশুদের সুশিক্ষিত করতে হলে  শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

বাবা মাকে সন্তানদের প্রতি আরো সজাগ থাকতে হবে। খেলাধুলা সহ শিশুর সকল অধিকার নিশ্চিত করে আগামির আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।

এসময় তিনি বলেন, ১ নং সুখবাসপুর স্কুল হতে যেকোন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেলে আমার বাবা মায়ের নামে করা সংগঠন নুর রওশন ফাউন্ডেশন হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে পুরস্কার প্রদান  করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :