স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এতে মানবাধিকার, নারী ও শিশু অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা, জাতিসংঘের শিশু অধিকার সনদ, মানবাধিকার সনদ এবং নারী অধিকার সনদ নিয়ে সেশন পরিচালনা করা হয়। মুন্সীগঞ্জ প্রসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে বুধবার দিনব্যাপী এই কর্মশালায় জাতীয় ও স্থানীয় মিডিয়ার নবীণ ও প্রবীণ ২৫ সংবাদ কর্মী অংশ নেন। মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত এই কর্মশালা শেষে প্রশিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাছিরউদ্দিন জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে সমাপনীতে অংশ নেন পিআইবির সাবেক সিনিয়র গবেষক ও প্রশিক্ষক শামীমা চৌধুরী, বাংলাভিশনের সাবেক বার্তা সম্পাদক নাসরীন গীতি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন কর্মশালাটির সমন্বয়কারী ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন –বিএনএফ’র সহযোগিতায় দেশের সবক’টি জেলায় এই কর্মশালার আয়োজন করা হয়।
এছাড়াও সমাপনীতে অংশ নেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক আতিকুর রহমান টিপু, সাবেক তিন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, তানভীর হাসান ও সোনিয়া হাবিব লাবনী, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন ও মামহবুবুর রহমান প্রমুখ। কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়।