মাহবুব আলম জয় : মুন্সীগঞ্জ সদর উপজেলা রিসোর্স সেন্টারে শিক্ষকদের ৬ দিনব্যাপি স্বাধীন পাঠক তৈরির অভিযাত্রা নামে বাংলা প্রশিক্ষণের সমাপনীতে সনদ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে একে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ভূইয়া। এতে রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মমতাজ পারভীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার নাছিমা খানম,ইদ্রাকপুর ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রশিক্ষক জনাব নাহিদ সুলতানা, প্রশিক্ষক তানজিলা সুলতানা, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম সাইফুল্লা ভূঁইয়া প্রমুখ।