স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে বালিয়াকান্দি ইসলামিক সংস্থা উদ্যোগে হোসেন আলী সরদারের বালুর মাঠে সোমবার (১৬ই সেপ্টেম্বর ২৪) বিকাল ৩টায় পূর্ণাঙ্গ কমিটি গঠণ , মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জহিরুল মাঝি। শিক্ষাবিদ ও ব্যবসায়ী রাসেল মহিমের উদ্বোধন করেন।
এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাতব্বর আরব আলী খাঁ, জিন্নাত আলী মাল, মনু সরদার, দুলাল সরদার, বিল্লাল খাঁ, ফরিদুল্লাহ মোল্লা, আমির হোসেন সরকার, বাতেন রাঢ়ী ও বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন মোল্লা, মুফতি হাফিজুল্লাহ, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রমুখ।
অনুষ্ঠানটিতে দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী বজলুর রহমান, নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা তানভীর খান। নতুন পূর্ণাঙ্গ কমিটি রয়েছেন সভাপতি পদে এম এ সাঈদ, সিনিয়র সহ-সভাপতি শাজাহান মাল, সহ-সভাপতি আমির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক হৃদয় মাহমুদ মাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিহাব, সহকারী সাধারণ সম্পাদক শামসুর রহমান খান, কোষাধ্যক্ষ স্বপন রাঢ়ী, সহকারী কোষাধ্যক্ষ: রাসেল মাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক ইয়াসিন সরদার, সহকারী প্রচার সম্পাদক মিলন খালাসী,শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল মহিম, আইটি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান নিলয়, ধর্ম বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মাল,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মতিন মাল, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাঢ়ী,প্রবাসী কল্যাণ সম্পাদক মনসুর আহমেদ, সহকারী প্রবাসী কল্যাণ সম্পাদক আরব আলী হাওলাদার, আনসার খাঁ, ক্রিড়া সম্পাদক ইমন গাজী,
সরকারি সম্পাদক রানা মাল, দপ্তর সম্পাদক তুহিন খান, সহকারী দপ্তর সম্পাদক মোশারফ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা শেষে নিলয় আইটি ইনস্টিটিউটের প্রধান আনিসুর রহমান নিলয়ের পক্ষ থেকে সকলকে সংবর্ধনা দেওয়া হয়।