বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

হোন্ডার ৫ মডেলের বাইক বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ

র্স্টাফ রিপোর্টারঃ

একগুচ্ছ মডেলের বাইকে ত্রুটি। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বাইকের রেঞ্জ ধরে রিকল তথা বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় মোটর কোম্পানি হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বেশ কিছু ত্রুটির কারণে ৩০০ থেকে ৩৫০ সিসি রেঞ্জের একাধিক মডেলের বাইক বাজার থেকে তুলে নেয়ার ঘোযণা দিয়েছে এইচএমএসআই।

হোন্ডার এই রিকলের তালিকায় থাকা বাইকের মডেলগুলোর মধ্যে রয়েছে সিবি৩৫০, সিবি৩৫০আরএস, সিবি৩০০আর, সিবি৩০০এফ ও হাইনেস সিবি৩৫০।

প্রতিবেদন মতে, এই মডেলগুলোর হুইল স্পিড সেন্সর এবং ক্যামশ্যাফ্ট সমস্যা থাকার আশঙ্কা করছে কোম্পানি। জানানো হয়েছে, মোল্ডিংয়ে সমস্যা থাকতে পারে। ফলে হুইলের স্পিড সেন্সরে পানি ঢুকে যেতে পারে। এতে দেখা দিতে পারে আরও বড় সমস্যা।

হোন্ডা বলেছে, এর ফলে স্পিডোমিটার, ট্র্যাকশন কন্ট্রোল বা এবিএসে বড়সড় সমস্যা দেখা দিতে পারে। যা চালকের জন্য চূড়ান্ত বিপদ ডেকে আনতে পারে।

যদিও এই সমস্যার কারণে কতগুলো বাইক রিকল করা হয়েছে, সেই সংখ্যা প্রকাশ করেনি হোন্ডা। তবে কোম্পানি সূত্র বলছে, বাইকগুলো ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৪-এর এপ্রিলের মধ্যে তৈরি।

সিবি৩৫০, সিবি৩৫০আরএস ও হাইনেস সিবি৩৫০-এর ক্যামশ্যাফ্ট ত্রুটি রয়েছে। এগুলো চলতি বছরের জুন থেকে জুলাইয়ের মধ্যে তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। হোন্ডা বলেছে, বাইকে সমস্যা থাকতে পারে এমন ক্রেতাদের সঙ্গে হোন্ডার পক্ষ থেকে যোগাযোগ করা হবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ