স্টাফ রিপোর্টারঃ
‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের সংযুক্তি নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল সোয়া ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ বদিউজ্জামান, সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক মিয়া, টঙ্গীবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় মান্না দাস, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সনাকের সহ-সভাপতি অ্যাডভোকেট শহিদ ই হাসান তুহিন, মুন্সীগঞ্জ সনাকের সদস্য অ্যাডভোকেট পাপিয়া আক্তার, সনাক সদস্য অ্যাডভোকেট শাহ আলম,
মুন্সীগঞ্জ ব্র্যাকের সমন্বয়ক আল আমিন, চরকেওয়ার ইউনিয়নের সচিব আতিকুল ইসলাম সুমিত ও
এভিজেএম স্কুলের শিক্ষার্থী মাইমুনা আক্তার মিম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. হামিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাকস্বাধীনতা ও তথ্যের অবাধ অভিগম্যতা নিশ্চিত করার মাধ্যমে স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে অপরিহার্য হিসেবে গণ্য করে তথ্য কমিশনকে দলীয়করণের সংস্কৃতি থেকে রক্ষা করে এর আমূল সংস্কার এবং সার্বজনীন তথ্য অধিকার, প্রবেশগম্যতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।