বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

সুনির্মল চক্রবর্তীর চেতনা ফিরেছে

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

সভ্যতার আলো রিপোর্টঃ

মুন্সীগঞ্জের বিশিষ্ট ইংরেজি শিক্ষক ও প্রবীণ সাংবাদিক সুনির্মল চক্রবর্তীর চেতনা ফিরেছে। ঢাকার ইব্রাহিম কারডিয়াক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি আকস্মিক কথা বলতে শুরু করেন এবং ভাত খাওয়ার আগ্রহ প্রকাশ করেন। মাথার সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায়, ব্রেনের কোথাও রক্তক্ষরণ হয়নি। রাতেই তাঁর সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকরা বুধবার দুপুরে তার ব্রেনের এমআরআই করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব নিরু তাঁর চিকিৎসার সার্বক্ষিনক খোঁজখবর করছেন।
সরকারি হরগঙ্গা কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক সুনির্মল চক্রবর্তী মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ শহরে একটি ক্লিনিকে এবং বিকেল মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ছুটিতে থাকা অবস্থায়ও হাসপাতলের কাগজপত্র ও ইসিজি রিপোর্ট দেখে
হাসপাতালটির মেডিসন বিশেষজ্ঞ ডা. হিমেল জানান, তাঁর ব্রেন স্টকের সাথে হার্ট অ্যাটাকও হয়েছে। মাথার সিটি স্ক্যান করা দরকার।পরবর্তীতে অধ্যাপক রশিদ ই মাহবুবের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে রাতেই ঢাকা নিয়ে আসা হয়।

সর্বশেষ - বাংলাদেশ