নিয়োগ বিজ্ঞপ্তি
স্বনামধন্য মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডে বিক্রয় প্রতিনিধি (আরএসও) ও বিপি ( সিম সেলস্ ম্যান ) এবং সিএম পদে মুন্সীগঞ্জ সদর থানায় জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক, দক্ষ, কর্মঠ এবং উদ্যমী পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে ।
সুবিধাসমূহঃ শিক্ষাগত যোগ্যতাঃ
• কোম্পানী তত্ত্বাবধানে চাকুরী JSC/SSC (BP) পুরুষ/মহিলা
* আকর্ষনীয় বেসিক বেতন , SSC/HSC (RSO) পুরুষ
* আকর্ষণীয় পারফরমেন্স বোনাস
* বেসিক বেতনের ১০% প্রভিডেন্ট ফান্ড
• মেডিকেল ইন্স্যুরেন্স ও লাইফ ইন্স্যুরেন্স
দুই ঈদে দুই বোনাস
আগ্রহী প্রার্থীদের অতিসত্ত্বর জীবন বৃত্তান্তের কপি, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, এনআইডি কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপিসহ নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগের জন্য জানানো যাচ্ছে।
মাসিক বেতন
আরএস ও ১০০০০-২০০০০/-
বিপি ১০০০০-১৫০০০/-
মোবাইল বিলঃ১০০০/-
*শর্ত প্রযোজ্য*
এম. জে. ট্রেডিং হাউস (বাংলালিংক ডিস্ট্রিবিউশন)
আনন্দ কমিউনিটি সেন্টার ভবন (এসপি অফিসের বিপরীতে), কাটাখালী বাজার রোড, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ-১৫০০।
যোগাযোগের জন্য:
ম্যানেজার মোঃবিল্লাল খান
মোবাইল নং: ০১৯১১৬০৬১৬১