সিরাজদিখানে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
সালাহউদ্দিন সালমান.
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবুজাফর রিপন বিপিএএ । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় মুখ্য আলোচক পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোহাম্মদ আসলাম খান । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুল আলম ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দন আহমেদ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাহমিনা আক্তার তুহিন,সহকারী কমিশনান(ভূমি )উম্মে হাবিবা ফারজানা,সিরাজদিখান টঙ্গবাড়ী সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত,সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম। এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংঘঠনটির বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মুখ্য আলোচক পুলিশ সুপার বলেন,আপনাদের নিরাপত্তার জন্য আমরা সদা সর্বদা প্রস্তত । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,অসাম্প্রদায়িতাকে প্রাধান্য দিতে হবে । বঙ্গবন্ধু একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন । আপনারা তাকে অনুসরণ করুন । এর পর সিরাজদিখানে মাছের পোনা অবমুক্ত করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ।