স্টাফ রিপোর্টার : মিরকাদিমে রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অটো ডিজিটাল এটেডেন্স ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গণে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা পুলিশ সুপার আসলাম খান।
এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অভি আহমেদের সভাপতিত্বে অন্যদের মাঝে মিরকাদিমের সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, মিরকাদিম হাজী আমজাদ আলী কলেজের অধ্যক্ষ শ্যামল চন্দ্র সাহা, রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডল, রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বাতেন সেন্টু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লিটন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সানোয়ারা বেগম প্রমুখ। এতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠক মাসুদ ফকরী খোকন। এসময় পুলিশ সুপার আসলাম খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে থেকে দূরে থাকার আহবান জানান।