স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন আহমেদ-কে বিজয়ী করার লক্ষ্যে শ্রীনগর উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছারউল্লাহ সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া সম্পাদক নিজামউদ্দিন চৌধুরী পারভেজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিছুর রহমান রিয়াদ, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়,যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন শিকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন শেখ হাসিনার নির্দেশে মুন্সিগঞ্জ-১ আসনে মহিউদ্দিন আহমেদকে বিজয়ী করার লক্ষ্যে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মী নৌকা বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্মার্ট শ্রীনগর ও সিরাজদিখান গড়তে নৌকার বিকল্প নাই।
সভায় জেলা, উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি,সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।