স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের গজারিয়ার নির্বাচনী পরবর্তী সহিংসতায় নৌকা প্রতীকের সমর্থকের বাড়িতে হামলা ভাঙ্গচুরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুটুর ২টা ৩০ মিনিটে ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বড় কালিপুরা গ্রামের মৃত সৈয়দ আলী বেপারীর ছেলে মাহাবুব আলম (৪৫), আবুল হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৪০)। একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে কাশেম মিয়ার নেতৃত্বে মাইনুদ্দিন, মোতাহার হোসেন সহ ২০ থেকে ২৫ জন কাঁচি প্রতীকের সমর্থকের সংঘবদ্ধ হয়ে বাড়িতে হামলা করে। এতে আসবারপত্র ভাঙ্গচুর করে। এতে প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে মাহাবুব আলম নৌকা প্রতীকের সমর্থক ছিলো।কাশেম মিয়ারা কাঁচি প্রতীকের সমর্থক ছিলো।
গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাজিব খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।