স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে সংগঠিত ঝড়ো বাতাসের কারনে বিভিন্ন এলাকা হতে বৈদ্যুতিক লাইনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে। ঝড়ো বাতাস এবং বৃষ্টি অব্যাহত আছে। মুন্সীগঞ্জ সদর জোনালের ডিজিএম মো: এনামুল হক জানান, ইতিমধ্যে মুন্সীগঞ্জ সদরের ভিটিশীলমন্দি এলাকায় গাছ পড়ে বৈদ্যুতিক লাইনের চারটি খুঁটি ভেঙে যাওয়ার সঠিক তথ্য পাওয়া গিয়েছে। অন্যান্য এলাকাতেও এরূপভাবে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সম্পূর্ণ লাইন চেক এবং প্রযোজ্য ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ সম্পন্ন না করে লাইন চালু করা সম্ভব হচ্ছে না। তবে আমাদের সহকর্মীগন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে কাজ করছেন এবং সকলকে ধৈর্য ধারণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যেকোনো তথ্য থাকলে তা এই হট লাইন নম্বরে ০১৭৬৯৪০৭৫৯৫ অবহিত করার জন্য অনুরোধ করেছেন মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হাদিউজ্জামান।