শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত, বাড়িঘর দখলের চেষ্টা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ১০, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ

 

সটাফ রিপোর্টার :

মুন্সীগঞ্জ সদর উপজেলার জোড়ার দেউল সংলগ্ন আমতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে । আহতরা হচ্ছে, আব্দুল্লাহ (১৯),রমজান মোল্লা (৪৮),সোমা (৩২,) রব মোল্লা (৫৪) হোসনেহারা (৩৫) ।

বৃহস্পতিবার দুপুরে এই হামলার পর শুক্রবার দেয়াল দিয়ে দখল করার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়,  বিল্লাল হোসেন মোল্লার নেতৃত্বে তার পরিবারের লোকজনসহ একদল যুবক রমজান মোল্লা ও রব মোল্লা বাড়িতে গিয়ে বাড়িঘর ভাঙচুর করে দখল করার চেষ্টা করে। এই সময় রব মোল্লা ও রমজান মোল্লা ও তার পরিবারের সদস্যরা বাধা প্রদান করলে তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে রক্তাক্ত অবস্থায় অন্তত: ১০ জনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় । রব মোল্লা ও রমজান মোল্লা জানান,আমরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি এই সুযোগে বিল্লাল মোল্লার লোকজন শুক্রবার বাড়িঘর ভাঙচুর করে আমাদের নিজস্ব জমিতে ওয়াল দিয়ে দখল করার চেষ্টা চালাচ্ছে।

বিল্লাল মোল্লার মেয়ের জামাই একটি রাজনৈতিক দলে(বিএনপি)জড়িত থাকায় তার লোকজন এই ঘটনায় প্রকাশ্যে হুমকি ধমকি দিয়ে হামলা চালিয়ে দখল করার চেষ্টা চালায় । এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বিল্লাল মোল্লার সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।#

সর্বশেষ - মুন্সীগঞ্জ