আবু সাঈদঃ
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন তারা।
তারা এরইমধ্যে পানিবন্দি মানুষদের উদ্ধার, শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ, জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা ও পারিবারিক যোগাযোগ পূনঃস্থাপনে সহায়তাসহ প্রয়োজনীয় সতর্কবার্তা প্রচার করছেন তারা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে নৌকা ও স্পিডবোট যোগাযোগ উদ্ধার কার্যক্রম চেষ্টা চালাচ্ছেন।ফেনীতে জীবন বাজি রেখে উদ্ধার তৎপরতা চালাচ্ছে মুন্সীগঞ্জের এই টিম সদস্যরা।
মুন্সীগঞ্জ থেকে ফেনীতে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণকারী টিমের সদস্য মোঃ হাসানুর রহমান বলেন, আমাদের স্বেচ্ছাসেবীরা নিরলস ভাবে কাজ করছে। এখন পর্যন্ত আমরা ফেনীসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু নারী, শিশু ও বয়স্কদেরকে উদ্ধার করে নিরাপদ স্থান নিয়েছি। পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন, তারপরও আমরা ডুবে থাকা এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। এখানকার অবস্থা খুবই খারাপ। খাদ্য সংকটে আছে অনেক মানুষ। অধিকাংশ মানুষ পানিবাহিত রোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বন্যা দুর্গতদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।