স্টাফ রিপোর্টার : দেশের বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মুন্সীগঞ্জের সামাজিক সংগঠন নুর রওশন ফাউন্ডেশন। নোয়াখালী চাটখিল পাইকপাড়ার বন্যাদুর্গত ১ হাজার পরিবারের মাঝে মঙ্গলবার শিশু খাদ্যসহ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
নুর রওশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষের আমরা সাধ্যমত ত্রাণ সহায়তা প্রদানের চেষ্টা করেছি। আমরা মানবিক কাজে সব সময় পাশে থাকতে চাই।