স্টাফ রিপোর্টার: ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ। বৃহস্পতিবার সরকারী শ্রীনগর কলেজ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে তারা ছনবাড়ি ফ্লাইওভারের নীচে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বিশ্বনবী (সা.)কে নিয়ে ভারতের রামগিরি মহারাজ ও বিজিপি বিধায়ক নিতিশ রান যে কটুক্তি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এসময় তারা ভারতের মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। পরে তারা আলমদিনা মসজিদের পূর্ব পাশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মানববন্ধন করে। মানববন্ধনে ভারত বিরোধী স্লোগান দিতে থাকে মানববন্ধনকারীরা। সরকারি শ্রীনগর কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে বালাসুর জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার ছাত্ররাও এই কর্মসূচিতে অংশ নেয়।