স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের মিরকাদিমে আইএফআইসি ব্যাংক পিএলসি রিকাবী বাজার উপশাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ে রবিবার বেলা ১১ টায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল বিষয় ছিল সঞ্চয়, সঞ্চয়ের কৌশল ও উপকারিতা, এবং ব্যক্তিগত বাজেটের গুরুত্ব ও উপকারিতা।
এ কর্মসূচির উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংক পিএলসির রিকাবী বাজার উপশাখার ইনচার্জ বিশ্বজিৎ বনিক। এতে অন্যদের মাঝে উপস্থিত রিকাবী বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডল, বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ বজলুল হক এবং আইসিটি শিক্ষক সঞ্জয় কুমার সহ অন্যরা।
এসময় এ কর্মসূচিতে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা সঞ্চয় ও বাজেট তৈরির বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারেন। শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নও করেন যা অনুষ্ঠানের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তোলে।