স্টাফ রিপোর্টার: এসএসসি ১৯৮২ ব্যাচের দ্বিতীয় বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ঢাকার কাকরাইল ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সারা বাংলাদেশ থেকে আগত এসএসসি ১৯৮২ বন্ধুরা সাথে মিলিত হয়ে আনন্দ উচ্ছ্বাস ও প্রাণের বন্ধনে আবদ্ধ হন। এতে রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকার, আইনজীবী, ব্যবসায়ী বিভিন্ন পেশার বন্ধুরা একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভি, ঢাকা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির, কাজল, নির্মল, পাপন, ফরিদ, ইকবালসহ অনেকেই উপস্থিত ছিলেন।