স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে কলমা ইউনিয়নের (প্যানেল চেয়ারম্যান-২) আলামিন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমা ইউপি (প্যানেল চেয়ারম্যান-৩) আছমা বেগম। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য নাহিদ আক্তার ও শিল্পী বেগম প্রমুখ।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লৌহজং উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার সৈয়দ মাহমুদুর রহমান। এ সময় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের সেবা সংক্রান্ত বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়।