স্টাফ রিপোর্টার: বৈষম্য অবসান কল্পে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে এবং ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে অ্যাপ্লিকেশন টু চিপ অ্যাডভাইজার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা কমিটি। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে সোমবার বেলা ১১ টায় মানববন্ধন শেষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতুলের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। এতে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন
ঢাকা বিভাগের সমন্বয়ক সৈয়দ কামরুল হাসান লিপু, সমন্বয়ক, সাংগঠনিক সম্পাদক পাবেল হোসেন, কোষাধ্যক্ষ নুসরাত জাহান প্রমুখ।