স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের শ্রীনগর লৌহজংয়ের কাজির পাগলা মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের স্মরণে দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা মিলনায়তনে রবিবার বিকালে গেন্ডারিয়া সম্মিলিত মুক্তিযোদ্ধা ফোরামের উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান দুলু,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা বোরহানউদ্দিন খান,বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা সিকান্দার আলী বাদল,বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুল কাদের,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সিকান্দার আলী,বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সানা,বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির,বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মো: ইদ্রিস মিয়া ও বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সাতটি স্পটে নেতৃত্ব দেন।
তিনি কাজির পাগলা মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন
এছাড়াও তিনি গোয়ালিমন্দ্রা বিজয় স্মৃতিস্তম্ভের প্রতিষ্ঠাতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন। পরিবারের পক্ষ থেকে তার মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।