স্টাফ রিপোর্টার: প্রয়াত খ্যাতিমান পরিচালক আমজাদ হোসেনের পুত্র প্রযোজক ও পরিচালকসা জ্জাদ হোসেন দোদুলের জন্মদিন পালিত হয়।সহযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার মধ্য দিয়ে প্রযোজক মীর ফখরুদ্দীন ছোটনের উদ্যোগে মগবাজারে জলপাই ক্লাবে সোমবার সন্ধ্যায় জন্মদিন উদযাপন করা হয়।এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অভিনেত্রী লাজুক,প্রযোজক দীন মোহাম্মদ মন্টু, অভিনেতা টুটুল, এ্যাডভোকেট সাহিদা রহমান রিংকু, প্রযোজক মনিরুজ্জামান স্বপন, প্রযোজক শাকির শিবলু, অভিনেতা তমাল মাহমুদ, অভিনেতা মিঠু, প্রযোজক কামরুল ও প্রযোজক, অভিনেতা মুন্সীগঞ্জের বিরহী মোক্তার। এসময় সাজ্জাদ হোসেন দোদুল সকলের ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানান।