স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেনকে সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় এস্টেট কর্মকর্তা আব্দুস সোবহানকে সাধারণ সম্পাদক করে ২১তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর (২০২৫-২৬) দায়িত্ব পালন করবে।
গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত ফোরামের এক সভায় এ কমিটি গঠিত হয় বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দিলারা বেগম, আব্দুল্লাহ হাক্কানী ও রেজাই রাফিন সরকার।
সহ-সাধারণ সম্পাদক এ কে এম শওকত আলম মজুমদার ও এ.টি.এম.মাহবুব-উল-করিম। সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান ও ফারহানা হায়াত। কোষাধ্যক্ষ মেহেদী-উল-সহিদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক রাজিবুল ইসলাম, প্রকাশনা সম্পাদক তৌফিক আল মাহমুদ এবং প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন- লিয়াকত আলী, লুৎফুন নাহার, ডি এম আতিকুর রহমান, মাহমুদুর রহমান, আব্দুল কাদের শেখ, আব্দুর রউফ তালুকদার, কংকন চাক্মা ও মাহফুজার রহমান।