স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজন ৬দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। সকাল সাড়ে ১০ টায় বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রসাশক ফাতেমা তুল জান্নাত। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক রাজ মলিক সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
এ মেলার দ্বায়িত্ব আছে ইউনিট ইনচার্জ দেবজ্যোতি মণ্ডল। মুন্সীগঞ্জ ইউনিট প্রতিদিন সকাল ১০.৩০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ক্রেতা, দর্শকদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।