স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে অসহায় দরিদ্র শীতার্ত ও বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী সদর উপজেলার মিরকাদিম, মুন্সীরহাট, হাটলক্ষ্মীগঞ্জ ও মোল্লারচর বেদে সম্প্রদায় পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন সামাজিক সংগঠন স্টুডেন্ট অব মুন্সীগঞ্জ (স্টুমুন) এর শিক্ষার্থীরা। স্টুডেন্ট অব মুন্সীগঞ্জ (স্টুমুন) এর সার্বিক তত্বাবধানে ও বাংলাদেশ ডাস্ক সোসাইটির অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাস্ক সোসাইটির চেয়ারম্যান জেসমিন আক্তার।
শীতবস্ত্র বিতরণ কালে এসময় আরো উপস্থিত ছিলেন, মহাসচিব মোঃ জামাল উদ্দিন, মোঃ সজিব, সামাজিক সংগঠন স্টুডেন্ট অব মুন্সীগঞ্জ (স্টুমুন) এর প্রধান উপদেষ্টা মোঃ সোহাগ, সভাপতি মোঃ নাজমুল হাসান মাহী, সাধারণ সম্পাদক সাদিয়া, কোষাধ্যক্ষ মারুফ। সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এরফান, লালন, রাদিতা আফরোজ, সিয়াম, লাবনী আপু, সানিয়া আপু, গালিব, রিয়াদ, মিতু, নয়ন, সামিয়া, তানভীরসহ আরো অনেকই উপস্থিত ছিলেন।