বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

এক্সিম ব্যাংকের নতুন এএমডি এম আখতার হোসেন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এক্সিম ব্যাংকে যোগ দিয়েছেন এম আখতার হোসেন। এর আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তিনি ব্যাংকিং জীবন শুরু করেন। পরে ২০০২ সালে মার্কেন্টাইল ব্যাংকে অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে এবং ২০০৫ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদান করেন।

দীর্ঘ ৩৬ বছরের বেশি সময় ধরে তিনি অগ্রণী ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেন।

এম আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি ব্যাংক অব ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ বৃত্তির আওতায় ইংল্যান্ডের হাল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, চীন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ