স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটির
৩নং সদস্য ও মিরকাদিম পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আনোয়ার হোসেন আনু
বলেছেন, দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।
মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। তাহলেই বাংলাদেশ শান্তিময়, সাম্য ও মানবিক দেশ হিসেবে গঠিত হবে। তিনি সোমবার সন্ধ্যায় দৈনিক সভ্যতার আলোর সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
যুবদল নেতা আনোয়ার হোসেন আনু বিগত সরকারের আমলে মিথ্যা মামলায় কারাবরণ করেন। সর্বশেষ জুলাই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর সময় পুলিশের মামলা শিকার হন। তিনি বলেন,
সেবামূলক কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের মূল্যায়নে কাজ করতে হবে। এসময় তিনি যুবকদের সমাজ বিনির্মাণে একযোগে কাজ করার আহবান জানান।