স্টাফ রিপোর্টারঃ
তারুণ্যের উৎসবে মেতে উঠেছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাস। দুইদিনব্যাপী এই মেলায় তুলে ধরা হয় বিভিন্ন স্থানের লোকজ ও ঐতিহ্যবাহী পিঠা, পোশাক থেকে শুরু করে বিভিন্ন রকমের মুখরোচক খাবার।
সোমবার এই উৎসব শুরু হয়। চলে মঙ্গলবার পর্যন্ত। ক্যাম্পাসটির মাঠ প্রাঙ্গণে মোট বিশটি স্টল বসানো হয়। বিভিন্ন স্টলে হরেক রকমের পিঠাপুলিসহ নানান ধরনের খাবারের সমারোহ ঘটে।
এই উৎসবের উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।