স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লবকে অর্থবহ করে তোলার এবং তারুণ্যের প্রতীক ৩৬ জুলাই-কে সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে ২১ জানুয়ারি মুন্সীগঞ্জের বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন রকমের খাবার ও ঐতিহ্যবাহী পিঠাপুলি বিক্রি করে। মেলায় বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা ১৪টি স্টল সাজায়। প্রতিটি স্টলকে সৃজনশীল নাম দেওয়া হয়, যার মধ্যে কুঁড়েঘর, পলাশ, দোলনচাঁপা, অলকানন্দা, বিনোদন বিপনী, বিক্রমপুরের ঐতিহ্য, সেন্ট মার্টিন, সন্ধামালতী ও চারুলতা উল্লেখযোগ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ আনিসুর রহমান বাবু, জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ হোসেন, অভিভাবক প্রতিনিধি হযরত আলী লিটন ও সোনিয়া আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন ও ফরিদা পারভীন। তারা প্রধান শিক্ষকের নেতৃত্বে মেলার উদ্বোধন করেন এবং প্রতিটি স্টল ঘুরে দেখেন।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মেলার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে মেলায় নতুন মাত্রা যোগ করে।