মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির ঘোষণার সর্ব মহলে আলোচনার ঝড়। অনেকে নেতাকর্মী মিজানুর রহমান সিনহার রাজধানীর কল্যাণপুরের একমি অফিসে গিয়ে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান। দুপুরে নতুন কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে কমিটির অন্য সদস্যগণ মিজানুর রহমান সিনহাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের অনুজ সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা হয়েছে।
রোববার সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শ্রীনগর উপজেলার বাসিন্দা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল হোসেন দোলন। নতুন নেতৃত্বকে তৃণমূলসহ সর্বস্তরের বিএনপি স্বাগত জানিয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। এবার বিভেদ ভুলে জেলায় আবার শক্তিশালী বিএনপিতে আত্ম প্রকাশ ঘটবে বলে আশা করছে বিএনপি নেতাকর্মীরা।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত বলেন, কয়েক বছর আগে জেলায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি দীর্ঘ দিনেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। জেলায় পূর্ণাঙ্গ একটি কমিটি গঠনের লক্ষ্যে নতুন করে সম্মেলন করতে হবে। এজন্য এই আংশিক কমিটি বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করা হয়েছে। আমাদের বিশ্বাস আংশিক এ কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি দেবে।
সবশেষ কমিটির ১নং সহসভাপতি আতোয়ার হোসেন বাবুল বলেন, জেলা বিএনপির সর্বশেষ ২০০৭ সালে সম্মেলন হয়। এরপর ২০১৭ সালে আরেকটি কমিটি গঠন করা হয় । এই দুই কমিটিরই সভাপতি ছিলেন আব্দুল হাই। পরবর্তীতে পুরনো কমিটি ভেঙ্গে ২০২২ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
মিজানুর রহমান সিনহার সংক্ষিপ্ত বৃত্তান্ত: