রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক মিজান সিনহাকে ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির ঘোষণার সর্ব মহলে আলোচনার ঝড়। অনেকে নেতাকর্মী মিজানুর রহমান সিনহার রাজধানীর কল্যাণপুরের একমি অফিসে গিয়ে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান। দুপুরে নতুন কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে কমিটির অন্য সদস্যগণ মিজানুর রহমান সিনহাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের অনুজ সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা হয়েছে।
রোববার সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শ্রীনগর উপজেলার বাসিন্দা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল হোসেন দোলন। নতুন নেতৃত্বকে তৃণমূলসহ সর্বস্তরের বিএনপি স্বাগত জানিয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। এবার বিভেদ ভুলে জেলায় আবার শক্তিশালী বিএনপিতে আত্ম প্রকাশ ঘটবে বলে আশা করছে বিএনপি নেতাকর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত বলেন, কয়েক বছর আগে জেলায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি দীর্ঘ দিনেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। জেলায় পূর্ণাঙ্গ একটি কমিটি গঠনের লক্ষ্যে নতুন করে সম্মেলন করতে হবে। এজন্য এই আংশিক কমিটি বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করা হয়েছে। আমাদের বিশ্বাস আংশিক এ কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি দেবে।

সবশেষ কমিটির ১নং সহসভাপতি আতোয়ার হোসেন বাবুল বলেন,  জেলা বিএনপির সর্বশেষ ২০০৭ সালে সম্মেলন হয়। এরপর ২০১৭ সালে আরেকটি কমিটি গঠন করা হয় । এই দুই কমিটিরই সভাপতি ছিলেন আব্দুল হাই।  পরবর্তীতে পুরনো কমিটি ভেঙ্গে ২০২২ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

 

মিজানুর রহমান সিনহার সংক্ষিপ্ত বৃত্তান্ত: 

 মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়ের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা ও মাতার নাম নূরজাহান সিনহা। হামিদুর রহমান বাংলাদেশের ঔষধ ব্যবসায়ের অন্যতম পথিকৃৎ ও শিল্পগোষ্ঠী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা।  সিনহা শৈশবে কলকাতায় বেড়ে উঠেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়ে স্নাতক ডিগ্রী লাভ করেন ।
১৯৬৪ সালে সিনহা হাবিব ব্যাংকে চাকুরীর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তাঁর পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি পিতার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
সিনহা ছাত্রজীবনে রাজনীতির সাথে যুক্ত হন। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালের মিজানুর রহমান সিনহা বিএনপিতে যোগদান করেন। [পরবর্তীতে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
সিনহা মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যথাক্রমে ৫৮,৪৫৫ ও ৮৩,৬২৩ ভোট লাভ করে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম খান বাদল ও সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।  ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বীতা করে এমিলির কাছে পরাজিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসনে বিএনপির মনোনয়ন লাভ করেন।
২০০১ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ২২ মে ২০০৩ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং ২০০৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
 মিজানুর রহমান সিনহা ব্যক্তিগত জীবনে জাহানারা সিনহা তাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তাসনিম সিনহা স্নিগ্ধা নামে এক কন্যা ও তানভীর সিনহা সুপ্রিয় নামে এক ছেলে রয়েছে। তার পিতামহ আনসার উদ্দিন সিনহা ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ যিনি চিত্তরঞ্জন দাশের সাথে স্বরাজ্য পার্টির রাজনীতি করতেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত