সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত থেকে ৪ বাংলাদেশীকে আটক করার অভিযোগ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত থেকে ৪ বাংলাদেশীকে আটক করার অভিযোগ

ফাহাদ মোল্লা (নিজস্ব প্রতিবেদক)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলে অভিযোগ পায়া গেছে। তবে বিজিবির পক্ষ থেকে এর কোন সত্যতা নিশ্চিত করা হয়নি।

বিএসএফের হাতে আটককৃতরা হলো- রাধানগর ইউনিয়নের রোকনপর গ্রামের মোসারফ হোসেনের ছেলে আব্দুল আলিম(২৬), মহবুলের ছেলে মুকুল (২৮), দামইল গ্রামের মতিউরের ছেলে বাবু (২৫) ও সাগরইল গ্রামের এশাহাকের ছেলে দুরল (৩০)।

সীমান্ত সুত্রে জানাগেছে , রবিবার রাত ৯টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ৫/৬ জন বাংলাদেশী ভারতে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা তাদের মধ্যে ৪জনকে ধরে ফেলে এবং অন্যরা পালিয়ে যায়। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাত ৯ টার দিকে ভারতে প্রবেশের সময় তার ইউনিয়নের চার জনকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে বলে তাদের পরিবারের লোকজন তাকে জানিয়েছেন।

এ ব্যাপারে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান জানান, এধরনের কোন খবর তার কাছে নেই। এবং বিএসএফের পক্ষ থেকেও তাকে কোন কিছু জানানো হয়নি।

সর্বশেষ - মুন্সীগঞ্জ