স্টাফ রিপোর্টারঃ
আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৭ ঘন্টা মুন্সীগঞ্জ সদরের ৬২ টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত পত্রে বলা হয়, বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো- মুক্তারপুর ফেরি খাট, নয়াগাঁও, মিরেশ্বর, বাগবাড়ি, গোসাইবাগ, প্রেসিডেন্ট প্র. ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ স্কুল এন্ড কলেজ, ফায়ার সার্ভিস, পুলিশ লাইনস, সদর উপজেলা পরিষদ এরিয়া, ইদ্রাকপুর, হাটলক্ষীগঞ্জ, নয়াপাড়া, বাগমামুদালীপাড়া, সুপার মার্কেট, মুন্সীগঞ্জ থানা, মালগাড়া, জমিদারপাড়া, মুন্সীগঞ্জ বাজার, মসজিদ মার্কেট, পৌরসভা কার্যালয়, খালইস্ট, উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, চরকিশোরগঞ্জ, চরহোগলা, মালদ্বীপ, গুচ্ছগ্রাম, মোল্লারচর, রমজানবেগ, পূর্ণ শীলমান্দি, উত্তর চরমশুরা, দক্ষিণ চরমশুরা, আলীরটেক, চরঝাপটা, কাউয়াদী, বর্ষারচর, ফুলতলা, টরকী ইসলামপুরসহ তৎসংলগ্ন এলাকা। কাটাখালী, গুহেরকান্দি, হামিদপুর, ভিটিহোগলা, হোগলাকান্দি, চরকেওয়ার, সাতানিখিল, বাগেশ্বর, মাকহাটি, নুরাইতলী, মহাকালি, লোহারপুল, ঘাষিপুকুরপাড়, রণছ হাওলাপাড়া, রণছ সরকারবাড়ী, ভিটিশীলমন্দির, মুন্সীরহাট বাজার, জসিমনগর, বাইদাবাড়ী, চর শীলমন্দি, চরহায়দ্রাবাদ, পাঁচঘরিয়াকান্দিসহ তৎসংলগ্ন এলাকা।