মুন্সীগঞ্জের ইদ্রাকপুর লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরে তিন দিনব্যাপী স্বরস্বতী পূজা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরে আরতী প্রতিযোগিতার মধ্য দিয়ে তিন দিনব্যাপী স্বরস্বতী পূজার আয়োজন সম্পন্ন হয়েছে। আরতী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি। স্বরস্বতী পূজার এই তিন দিন মন্দিরে শত শত পুণ্যার্থীদের সমাগম ঘটে।
প্রতিমা শিল্পী সুমন পালের তৈরি এই পূজা মন্ডপের স্বরস্বতী মূর্তি দেখে দর্শনার্থীরা ভূয়সি প্রশংসা করেন।
পূজা কমিটির সভাপতি অর্ণব ঘোষের সভাপতিত্বে পূজার সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন পূজা কমিটির সাধারণ সম্পাদক অর্ধেন্দু দাস ছোটন।
কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ ঘোষ, পাপ্পু ঘোষ, অনিক সাহা, অনিক মল্লিক, দিবস ঘোষ, প্রিয়তম দাস, সাগর সরকার, তারক ঘোষ, আকাশ ঘোষ, লোকনাথ ঘোষ (ছোট), বিকাশ ঘোষ, সৃজন সাহা, তিথি দাস, প্রেমা ঘোষ, পড়শী দাস, বর্ষা দত্ত, দিয়া ঘোষ, অর্পনা ঘোষ, অরণ্য ঘোষ, পূর্ণতা ঘোষ প্রমূখ।