স্টাফ রিপোর্টারঃ
সেফ থ্যালাসেমিয়া সংগঠনের আয়োজনে মুন্সীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীদের তথ্য ও ভাতা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ‘ব্যাতিক্রম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা’র আয়োজনে এই কর্মসূচি হয়।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি ওসমানী। মুন্সীগঞ্জ ব্যাতিক্রম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি এডভোকেট মাহাবুব উল আলম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি ডঃ মফিজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সেফ থ্যালাসেমিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম জুবায়ের। অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মিজানুর রহমান, নাজমুল হাসান, ফয়সাল আহমেদ ইমন। এ কর্মসূচিতে থ্যালাসেমিয়া আক্রান্ত ২০ জন রোগীকে ভাতা প্রদান করা হয়।#