৪৯ রানে বিজয়ী পূর্ব শিলমান্দি সুপার জায়েন্ট
আবু সাঈদঃ
মুন্সীগঞ্জে পূর্ব শিলমান্দি ওয়েলফেয়ার সোসাইটি প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার পৌরসভার পূর্ব শিলমান্দি জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় মাঠে মেগা ইলেক্ট্রনিক্স ও পূর্ব শিলমান্দি যুব সমাজের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম (শহিদ কমিশনার)।
মেগা ইলেক্ট্রনিক্স ওয়ালটনের ডিলার গাজী আশ্রাফুল আলম লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের রিজিওনাল ম্যানেজার রফিকুল ইসলাম হাওলাদার, রফিকুল ইসলাম মাষ্টার, কাজী খোরশেদ আলম মাদবর, ভিপি শাহরিয়ার, আমানউল্লাহ আমান, শওকত হোসেন ভান্ডারী, ডাঃ আনোয়ারুল ইসলাম, এডভোকেট রনি, জয়নাল মেম্বার, বজলুর রহমান, বিএনপি নেতা জুনায়েদ, নূর ইসলাম মাদবর, মুসা মাদবর প্রমুখ।
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার নিমিত্তে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এমন খেলাধূলার প্রোগ্রাম প্রতিটা পাড়া মহল্লায় আয়োজন করার পরামর্শ দেয় বক্তারা।
টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে-পূর্ব শিলমন্দি সুপার জায়েন্ট, সুপার কিং, সিক্সার্স, ক্যাপিটাল, গ্লাডিয়েটর্স, টাইটানস, নাইট রাইডার্স ও লায়ন্স।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পূর্ব শিলমান্দি সুপার জায়েন্ট ও পূর্ব শিলমান্দি সিক্সার্স। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পূর্ব শিলমন্দি সুপার জায়েন্ট। ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে সুপার জায়েন্ট। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সুপার জায়েন্টের ওপেনার আকাশ। ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৩৯ রানে অলআউট হয় পূর্বশিলমান্দি সিক্সার্স। ৪৯ রানে বিজয়ী হয় পূর্ব শিলমন্দি সুপার জায়েন্ট। ৮০ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সুপার জায়েন্টের অলরাউন্ডার আকাশ। ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেন ভাই ভাই পোল্টি ফিডের প্রোপাইটর মোঃ হুমায়ুন কবির গাজী ও ডাঃ আনোয়ারুল ইসলাম। ধারাভাষ্যকার ছিলেন মঞ্জিল গাজী।#