মুন্সীগঞ্জে পার্কিং করা বাসে আগুন,ঘুমন্ত হেলপারের মৃত্যু
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের বালিগাঁওয়ে গভীর রাতে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডে ঘুমন্ত হেলপার শাহাবীর মিয়া (১৪) নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ি-লৌহজং সড়কের বালিগাঁও সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহত শাহাবির লৌহজং উপজেলা পালগাঁও গ্রামের সোহেল মিয়ার পুত্র।
তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায় গভীর
রাতে আকস্মিক
আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আসনলেও গাং চিল পরিবহনের এই বাস পুরে যায়।
বালিগাঁও-মাওয়া-ঢাকা-ঢাকা রুটে গাংচিল পরিবহনের বাসগুলো চলাচল করে।
আর বাসগুলো বড় অংশই সেতু সংলগ্ন সড়কে পার্কিং করে রাখা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের
উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে লৌহজং ও টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিভিয়ে দগ্ধ হেলপার কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। থেমে থাকা বাসটিতে কোন বৈদ্যুতিক সংযোগ ছিল না। মশার কয়েল জ্বালানো ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে।