সিরাজদিখানে ২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে স্থানীয় জনগন
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জৈনসার ইউনিয়নের ভবানীপুরে ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আল আমিন নামে ১জন কে আটক করেছে স্থানীয় জনগণ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভবানীপুর বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গাঁজা সহ আটক করা হয়।
পরে এলাকাবাসীর পক্ষ থেকে থানা পুলিশকে জানানো হলে,সিরাজদিখান থানার এস আই মতিউর রহমানের নেতৃত্বে একটি টিম আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত গাঁজা সহ থানায় নিয়ে যায়।
আটককৃত মাদক ব্যবসায়ী আল আমিন গোরাফী জৈনসার ইউনিয়নের ভবানীপুর ৫ নং ওয়ার্ডের বাদসা গোরাফীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুই ভাই আল আমিন গোরাফী ও তার ছোট ভাই শামীম গোরাফী মাদক ব্যবসার সাথে জড়িত। তারা পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছে,এই বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী রাসেল মৃধা,পিতা মৃতঃ আব্দুস সোবহান মৃধা রায়হান মল্লিক,পিতাঃ তাহের মল্লিক,ইমু সর্দার, জুয়েল শেখ পিতাঃ করিম শেখসহ আরো অনেকেই বলেন, সকালবেলা আমরা চা খেতে এসেছি পরে আল আমিন গোরাফীর গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দোকানে তল্লাশি করলে ২কেজি পরিমাণ একটি গাজার বেগ পাওয়া যায় এবং আরো একটি ব্যাগ নিয়ে তার ভাই শামীম গোরাফী পালিয়ে যায়,এ সময় প্রায় ৩ শতাধিক লোকজনের সমাগম হয়। উপস্থিত সকলেই বলেন তারা পারিবারিকভাবে মাদক ব্যবসায়ী এদেরকে আইনের আওতায় নিয়ে এসে যুব সমাজকে রক্ষা করতে হবে এই ধরনের মাদক ব্যবসায়ীদের নির্মুল করতে হবে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জোর দাবি জানাচ্ছি।
এই বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, আল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে ২কেজি গাজা সহ স্থানীয় লোকজন আটক করে আমাদের খবর দিলে আমাদের থানার পুলিশ সদস্যরা গিয়ে তাকে থানায় নিয়ে আসে, তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে,সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষ করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।