স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার সিরাজদিখান উপজেলার নয়ানগর গ্রামে রাধা কৃষ্ণ মন্দিরে ( বাবু ধীরেন বাড়ৈর আঙিনায়) অষ্টকালীন লীলা কীর্তন হয়। কীর্তন পরিবেশন করেন বগুড়া জেলার শ্রীমতি তনুশ্রী সরকার, সে প্রণয় কৃষ্ণ মহন্ত, শেরপুর জেলার শ্রীমতি সান্তনা রানী মহন্ত। লীলা কীর্তন শ্রবণ করতে সহস্ত্রাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি সব আশেপাশে এলাকার কৃষ্ণভক্তবৃন্দ ও ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার গুণীজন ।