স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের গজারিয়ায় মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি করার সময় দুই চোরকে হাতেনাতে ধরে গণপিটুনে শেষে গজারিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল পোনে ১০ টায় গজারিয়া থানাধীন হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর কেন্দীয় জামে মসজিদের তালা ভেঙ্গে প্রবেশ করে দান বাক্স থেকে নগদ ৫৮০ টাকা চুরি করে পার্শবর্তী ঘুরচর পূর্বপাড়া জামে মসজিদ চুরি করার সময় মোঃ আবুল হোসেন (৪২), মোঃ শফিকুল ইসলাম (৪৮) নামে দুইরচোরকে হাতে নাতে ধরা হয়।
তারা উভয়ে কুমিল্লা জেলার গ্রাম-চরশিবপুর এলাকার বাসিন্দা। এসময় জনগণ তাদেরকে গণপিটুনি দেয় এবং মাথার চুল ন্যাড়া করে আলকাতরা মাখিয়ে গজারিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। তাদের ধৃত করার সময় তাদের নিকট হতে নগদ ৫৮০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।