স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সীগঞ্জ জোনাল অফিসে জানিয়েছে শুক্রবার (২৩ জুুন) সকাল, ৭ টা ৩০ থেকে বেলা ১২ টা পর্যন্ত মিরকাদিম-মুন্সীগঞ্জ ৩৩ কেভি লাইনের জরুরী রক্ষণাবেক্ষন কাজের জন্য কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো ইদ্রাকপুর রাগমামুদালীপাড়া, হাটলক্ষ্মীগঞ্জ, উপজেলা এরিয়া, নয়াগাঁও, মিরেশ্বর, গোসাইবাগ মুক্তারপুর পৌর মার্কেট, উত্তর ইসলামপুর, দঃ ইসলামপুর, মোল্লারচর, খালইষ্ট, সুপার মার্কেট, মুন্সীগঞ্জ বাজার (আংশিক), মুন্সীগঞ্জ পৌরসভা, মালপাড়া,মুন্সীগঞ্জ সদর থানা গুহেরকান্দি, হামিদপুর, ভিটিহোগলা, হোগলাকান্দি, কাটাখালী চরকেওয়ার মধ্য কেওয়ার, উঃ কেওয়ার, বাগেশ্বর, মধ্যমহাখালী, দঃ মহাখালী, ঘাসিপুকুরপাড়, মহেশপুর,ভিটিশীলমন্দি, রনছ পারুলপাড়া, মুন্সীরহাট বাজার, চরহায়দ্রাবাদ, জসিমনগর, টরকী, টরকী বাতাকান্দি, চরশিলমন্দি, যোগিনীঘাট, পূর্বশীলমন্দি, রমজানবেগ, চরমুগুরা, দঃ চরমুগুরা, কুয়েতপাড়া, টরকী ইসলামপুর, চরঝাপটা, কাউয়ালী, আলীরটেক বাজার, বর্ষারচর, চরকিশোরগঞ্জ, মধ্য চরহোগলা, সন্তুপুরা, মালদ্বীপ, গুচ্ছগ্রামসহ তৎসংলগ্ন এলাকা।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সদর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী এনামুল হক জানান,
মিরকাদিম-মুন্সীগঞ্জ ৩৩ কেভি লাইনের জরুরী রক্ষণাবেক্ষন কাজের জন্য কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।বিশেষ প্রয়োজনে উল্লেখিত সময় সূচীর কিছুটা পরিবর্তন হতে পারে। এসময় তিনি আরো জানান, কাজের স্বার্থে যে কোন সময় বিদ্যুৎ লাইন চালু হতে পারে বিধায় বিদ্যুৎ লাইন হতে নিরাপদ দুরত্বে থাকার জন্য সকলকে অনুরোধ জানান।
মাহবুব আলম জয়/ সভ্যতার আলো