সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

পাসপোর্টের জন্য আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১:৩৫ পূর্বাহ্ণ

পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

 

প্রধান উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফেকশন লাগবে কেন, নাগরিকদের অনেকগুলো অধিকারের মধ্যে এটাও একটি। আমি চোর নাকি ডাকাত সেটা ভিন্নভাবে পুলিশ বিচার করবে।’
তিনি আরও বলেন, ‘জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে প্রয়োজন হয়নি। পাসপোর্টও এ দেশের নাগরিকের পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।’
 
এ সময় সম্মেলনে অংশ নেয়া জেলা প্রশাসকরা হাত তালি দেন। তবে ড. ইউনূস বলেন, ‘তালি দেখে মনে হলো এই কথা গ্রাম-গঞ্জে পৌঁছেনি। অথচ কিছুদিন আগেই আমরা এমন সিদ্ধান্ত দিয়ে বসে আছি। তাই সরকার আর নাগরিকদের মধ্যে এমন দূরত্ব যেন না থাকে খেয়াল রাখতে হবে।’
 
এদিকে, পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ