টঙ্গীবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ১৩ টি ইউনিয়নের ৯২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতা ২০২৫ইং ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সোমবার (১৭ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘ লাফ,বল নিক্ষেপ, বিস্কুট দৌড়, সুন্দর হাতের লেখা,যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস।
উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মত রাফেজা খাতুন এর সার্বিক সহযোগিতায় এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।