সোমবার , ২৬ জুন ২০২৩ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে পানিতে ফেলে শিশু হত্যা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ২৬, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদর উপজেলার গোসাইবাগ গ্রামে আবু বক্কর সিদ্দিক নামে সাত বছরের এক স্কুল শিক্ষার্থীকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত আবু বক্কর সিদ্দিক গোসাইবাগ এলাকার শুক্কুর ভূইয়ার ছেলে। সে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে আবু বক্কর একই এলাকার ১৭ বছর বয়সী এক কিশোরের সঙ্গে ফুটবল খেলছিল।

খেলা শেষে দ্বীন ইসলাম পুকুরের পানিতে গোসল করতে নামে। আবুবক্কর সিদ্দিক সাঁতার না জানায় পুকুরপারে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আবুবক্করকে পুকুরের পানিতে ফেলে দেয় প্রতিবেশী অভিযুক্ত কিশোর। সে সময় পানিতে ডুবে যায় আবুবক্কর।

পরে স্থানীয়রা খুঁজাখুঁজি শেষে তাকে পানি থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের দাদা আনোয়ার ভূইয়া অভিযোগ করে বলেন, আমার ছোট নাতিটা সাঁতার জানত না। এটা জানার পরেও তাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে আমার নাতিকে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।

অভিযুক্ত কিশোরের মামা মিজানুর রহমান জানান, খেলার ছলে তাকে পানিতে ফেলে দেয় আমার ভাগিনা। আমার ভাগিনা জানতো না যে, আবুবক্কর সাঁতার জানে না।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান  জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত দ্বীন ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।#

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত